Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার দফা দাবিতে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


৩ জানুয়ারি ২০২১ ১৮:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) প্রথম বর্ষের পরীক্ষা গ্রহণসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর স্মারকলিপিও জমা দিয়েছেন তারা।

রোববার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে সরে যান শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে আছে- জানুয়ারির ১০ তারিখের মধ্যে পরীক্ষার রুটিন দিতে হবে, পরীক্ষা শেষ হওয়ার পর পর প্রয়োজনে অনলাইনে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করতে হবে, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট দেওয়া ও ইনস্টিটিউটের সেশন জট নিরসনে শিক্ষক নিয়োগ, ক্লাসরুম বৃদ্ধিসহ যাবতীয় পদক্ষেপ নেওয়া।

শিক্ষার্থীরা বলেন, ‘ইতোমধ্যে প্রথম বর্ষে আমরা ২৪ মাস পার করেছি। বিশ্ববিদ্যালয় ও আমাদের ইনস্টিটিউট বলছে তাদের পরীক্ষা নিতে সমস্যা নেই। প্রশাসন আমাদের থেকে দুই দিন সময় নিয়েছে। প্রশাসনের আশ্বাসে আমরা দুই দিনের জন্য অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছি।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন,‌ ‌‘শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের সমস্যা নিরসনের জন্য চেষ্টা করছি।’

আইইআর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের পরীক্ষা স্মারকলিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর