Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ১১ শিয়া শ্রমিককে গুলি করে হত্যা


৩ জানুয়ারি ২০২১ ১৭:৩৬ | আপডেট: ৩ জানুয়ারি ২০২১ ২১:৩০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি থেকে অপহরণের পর ১১ হাজরা শিয়া মতাবলম্বী কয়লা শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। খবর আল-জাজিরা।

রোববার (৩ জানুয়ারি) পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর একজন মুখপাত্র আল-জাজিরাকে জানিয়েছেন, শনিবার তাদেরকে অপহরণ করা হয় পরে কয়েকজনের মরদেহ মেলে।

তিনি আরও বলেন, বন্দুকধারীরা শিয়া কয়লা শ্রমিকদের পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। সেখানে, তাদের মধ্যে ছয়জনকে হত্যা করা হয়। বাকিদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপহরণকারীদের সন্ধানে বেলুচিস্তানের পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

অন্যদিকে, কোনো সন্ত্রাসী গ্রুপ এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। তবে, লস্কর ই জঙ্গভি নামের একটি উগ্রপন্থি সুন্নি গ্রুপ অতীতে হাজরা শিয়া মতাবলম্বীদের ওপর হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, বেলুচিস্তানের রাজধানী কুয়েটায় ছয় লাখ শিয়া মতাবলম্বী হাজরা জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

কয়লা শ্রমিক গুলি করে হত্যা পাকিস্তান বেলুচিস্তান শিয়া হাজরা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর