Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান


৩ জানুয়ারি ২০২১ ১৬:২২ | আপডেট: ৩ জানুয়ারি ২০২১ ১৭:৩৭

ঢাকা: নতুন বছর ২০২১ সালের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে মূল্য সূচকের ব্যাপক উত্থান হয়েছে। রোববার (৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২১৬ পয়েন্ট বা চার শতাংশ বেড়েছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্সটি চার হাজার ৫৬ পয়েন্ট নিয়ে যাত্রা শুরুর পর রোববার (৩ জানুয়ারি) একদিনে সূচকের দ্বিতীয় সর্বোচ্চ উত্থান।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৮ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৮ পয়েন্টে উন্নীত হয়।

বিজ্ঞাপন

এর আগে, ২০২০ সালের ১৯ জানুয়ারি ডিএসইর প্রধান সূচক ২৩২ পয়েন্ট বা ৫.৫৯ শতাংশ বেড়েছে। এখন পর্যন্ত একদিনে সূচকের সর্বোচ্চ উত্থান। এছাড়াও ২০২০ সালের ৯ আগস্ট ১৮০ পয়েন্ট, ১৬ ফেব্রুয়ারি ১৬৯ পয়েন্ট, ১৬ আগস্ট ১৫৬ পয়েন্ট এবং ২০১৫ সালের ১০ মে ১৫৫ পয়েন্ট সূচকের উত্থান হয়।

এদিকে রোববার পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। এদিন ডিএসইতে ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি গত পাঁচ মাসের মধ্যে একদিনে ডিএসইতে সর্বোচ্চ আর্থিক লেনদেন। গত ২৮ জুলাই ডিএসইতে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়। ওইদিনের পর রোববার ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়।

রোববার ডিএসইতে ৩৬১টি কোম্পানির ৬৭ কোটি ১৯ লাখ ৬২ হাজার ৩৩৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৫৩টির, কমেছে মাত্র ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে, রোববার অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮৩টি কোম্পানির ২ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৬৭৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৩০ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৭৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৬৫ পয়েন্টে উন্নীত হয়।

২১৬ পয়েন্ট উত্থান ডিএসই প্রধান সূচক

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর