Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজ আমদানিতে শুল্ক বসাতে বিকেলে বৈঠক


৩ জানুয়ারি ২০২১ ১৫:২৭

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ফাইল ছবি

ঢাকা: পেঁয়াজ আমদানিতে শুল্ক বসাতে চায় সরকার। কৃষকদের ক্ষতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (৩ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয়। তখন অন্য দেশ থেকে আমদানি সহজ করতে পেঁয়াজের ওপর আরোপ করা ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে সরকার। সেটি আবার আরোপ করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিকেলে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মন্ত্রী বলেন, উৎপাদকদের সুরক্ষা করতে হবে। লোকসানে ফেলা যাবে না।

টপ নিউজ পেঁয়াজ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর