Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২০: পাকিস্তানি হামলায় ২৪ ভারতীয় সেনার মৃত্যু


৩ জানুয়ারি ২০২১ ১৪:৫৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২১ ১৬:১৪

২০২০ সালে বছরজুড়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ২৪ সদস্যের মৃত্যু হয়েছে। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে জম্মু-কাশ্মিরে পাকিস্তান পাঁচ হাজার ১০০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে যা ১৮ বছরের মধ্যে সর্বোচ্চ। সে হিসাবে, প্রতিদিন গড়ে ১৪ বার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পাক হামলায় এক বছরে ভারতে মৃত্যু হয়েছে ৩৬ জনের। তাদের মধ্যে ২৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি ১২ জন বেসামরিক। এছাড়াও, আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।

সর্বশেষ, খ্রিস্ট্রীয় নতুন বছরের প্রথম দিন শুক্রবার পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে মৃত্যু হয়েছে এক ভারতীয় সেনার। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মিরের রাজৌরির নিয়ন্ত্রণরেখায়।

পাকিস্তান ভারত মৃত্যু সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর