যুক্তরাষ্ট্রে ভোট কারচুপি তদন্তে কমিশন গঠনের দাবি
৩ জানুয়ারি ২০২১ ১৩:৩৬
যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত সিনেটরদের একটি দল দাবি করেছে, যতদিন পর্যন্ত না একটি নিরপেক্ষ কমিশন ভোট কারচুপি হয়নি এ মর্মে সিদ্ধান্ত জানাবেন – ততদিন পর্যন্ত তারা জো বাইডেনের বিজয় মেনে নেবেন না। খবর বিবিসি।
এছাড়াও, ওই কমিশনের তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার স্বার্থে নির্দিষ্ট তারিখের আরও ১০ দিন পর নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ আয়োজনের দাবিও জানিয়েছেন তারা।
এদিকে, ১১ সিনেটরের ওই দলের নেতৃত্বে রয়েছেন টেড ক্রুজ। সিনেটরদের পক্ষ থেকে এমন দাবি জানানো হবে, তা আগে কেউ কল্পনা করতে পারেনি বলে জানিয়েছে বিবিসি।
যদিও, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ধরনের প্রমাণ না দিয়ে অনবরত নির্বাচনে কারচুপি হয়েছে বলে মন্তব্য করেই চলেছেন।
ওদিকে, ট্রাম্পের পক্ষ থেকে সকল আইনি প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালত থেকে প্রত্যাখ্যাত হয়েছে। পেনসিলভেইনিয়ায় মাত্র একটি মামলা তিনি জিততে পেরেছেন। যার ফলাফলে সেখানে ভোট পুনর্গণনা হয়েছে। কিন্তু, তাতেও বাইডেনের জয় ঠেকানো যায়নি।
এতোদিন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের পক্ষ থেকে ভোট কারচুপির ব্যাপারে কোনো বক্তব্য ছিল না। কিন্তু, সিনেটরদের সাম্প্রতিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।
এর পরবর্তী পর্যায়ে, সিনেটের সভাপতি হিসেবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সই জো বাইডেন এবং কমলা হ্যারিসকে চূড়ান্ত অনুমোদন দেবেন। তার ভিত্তিতেই তারা ২০ জানুয়ারি শপথ নেবেন।
এর আগে, যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের ভোটে ৩০৬-২৩২ ব্যবধানে জয় পেয়েছিলেন জো বাইডেন।