কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
৩ জানুয়ারি ২০২১ ১২:৫৪ | আপডেট: ৩ জানুয়ারি ২০২১ ১৪:০১
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।
রোববার (৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে কারওয়ান বাজার শুটকি পট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি।
প্রাথমিকভাবে মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার পরনে ছিল সোয়েটার ও গ্যাবাডিং প্যান্ট।