Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৮ গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার


৩ জানুয়ারি ২০২১ ১২:০১

নেত্রকোনা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পাচ্ছেন ৯৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের সোনাজুর মৌজায় ২০টি, শুনই ইউনিয়নের ভরতোষী গ্রামে এক একর ৮৬ শতাংশ ভূমির ওপর ৫০ টি ও দুওজ ইউনিয়নের শ্রীপুর চারিগাতিয়া মৌজায় ২৮টি পরিবারকে পুনর্বাসনের কাজ চলছে।

প্রতিটি ঘর নির্মাণবাবদ খরচ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ৯৮টি ঘর তৈরিতে ব্যয় হবে ১ কোটি ৬৭ লাখ টাকা।

এরইমধ্যে গৃহ নির্মাণকাজ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৫ আল মামুন মুর্শেদ। এ ছাড়া চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আটপাড়া মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, উপজেলা প্রকৌশলী, আল মুতাসিম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী।

আশ্রয়ণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার নেতৃত্বে প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা কাজ করছেন।

১০ জানুয়ারির মধ্যে গৃহনির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আশ্রয়ন প্রকল্প টপ নিউজ মুজিব বর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর