Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ফেনসিডিল ও অস্ত্রসহ গ্রেফতার ৪


২ জানুয়ারি ২০২১ ২০:২২

নওগাঁ: জেলার পত্নীতলা এবং ধামইরগাট উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও দেশি অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শনিবার (২ জানুয়ারি) বিকেলে ডিবি অফিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

গ্রেফতারকৃতরা হলো- আবু সাঈদ (২০), আনোয়ার হোসেন (২৫), নাছির উদ্দিন (৩৫) এবং মঞ্জিল হোসেন (৩০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত রাতে গোপন সংবাদে জেলার পত্নীতলা এবং ধামইরহাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৪০ বোতল ফেনসিডিল, হাসুয়া, চাপাতি এবং লোহার দা উদ্ধার করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মাদক চোরাচালান ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গোয়েন্দা ফেনসিডিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর