গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিকের মৃত্যু
২ জানুয়ারি ২০২১ ১৬:২৬ | আপডেট: ২ জানুয়ারি ২০২১ ১৬:২৭
টঙ্গী: কোনাবাড়ির বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ির বাইমাইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বকুল খাতুন (২১) ও করুনা খাতুন (২০)। দুর্ঘটনার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। বকুল খাতুন পাবনার ভেড়ামার থানার বেতাবাড়িয়া এলাকার বেলাল উদ্দিনের মেয়ে এবং করুনা বগুড়া সদরের গজিয়াবাড়ি এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানায়, জয়দেবপুর থেকে চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের দ্রুত গতির একটি মিনিবাস মহাসড়ক অতিক্রম করার সময় বকুল খাতুন ও করুনা খাতুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তারা দু’জনেই বাইমাইল ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিক। মধ্যাহ্ন বিরতিতে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পরেন তারা।