Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বিএনপির সম্মাননা কমিটির বৈঠক


২ জানুয়ারি ২০২১ ১৫:৫৫

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত বিএনপির মুক্তিযোদ্ধা সম্মাননা উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জানুয়ারি) গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রচার কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়, স্বাধীনতা সূর্বণ জয়ন্তী উদযাপন ময়মনসিংহ বিভাগীয় কমিটি আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং মুক্তিযোদ্ধা সন্মাননা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম।

বিজ্ঞাপন

এ ছাড়া সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আব্দুস সালাম, কর্নেল (অব.) জয়নুল আবেদীন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, রফিকুল ইসলাম মাহাতাব, নজরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, মো. সাইফুল ইসলাম, ওবায়দুল রহমান অটলসহ মুক্তিযোদ্ধা সম্মাননা কমিটির প্রায় ৫০ জন সদস্য।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়— স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গৃহীত প্রত্যেকটি কর্মসূচি যথাযথভাবে পালনের ব্যাপারে সচেষ্ট থাকবে মুক্তিযোদ্ধা সম্মাননা কমিটি।

আওয়ামী লীগ বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর