Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে ৩ যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫শ’ কেজি জাটকা জব্দ


২ জানুয়ারি ২০২১ ১৫:৩১

ঢাকা: চাঁদপুরে তিনটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ কেজি (প্রায় ৬৩ মণ) জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২ জানুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় এমভি সোনার তরী-২ (ভোলার দৌলতখান থেকে ঢাকা সদরঘাটগামী), এমভি তাসরিফ-৩ (হাতিয়া থেকে ঢাকা সদরঘাটগামী) এবং এমভি শাহরুক-১ (শরিয়তপুরের গুশের হাট থেকে ঢাকা সদরঘাটগামী) নামে তিনটি যাত্রীবাহী লঞ্চে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লাখ ৫০ হাজার টাকা। ওই অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই। জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

চাঁদপুর জাটকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর