স্ত্রীর মামলায় সংগীত পরিচালক শওকত আলী ইমনের বিরুদ্ধে চার্জশিট
২ জানুয়ারি ২০২১ ১২:১৮ | আপডেট: ২ জানুয়ারি ২০২১ ১৪:১৭
ঢাকা: স্ত্রীর দায়ের করা যৌতুক আইনের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শওকত আলী ইমনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আদালত চার্জশিট গ্রহণ করে বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই তাহমিনা) আক্তার তৃণা গত বছরের ২৬ নভেম্বর ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেছিলেন। গত ১৫ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি চার্জশিট দেখে বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এ বদলির আদেশ দেন। শুক্রবার (১ জানুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার চার্জশিট সূত্রে জানা যায়, শওকত আলী ইমন তার স্ত্রী রিদিতা রেজার কাছে যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ইমন তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। ওই ঘটনায় গত ২০ সেপ্টেম্বর শওকত আলী ইমনের স্ত্রী রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
গত ২৫ সেপ্টেম্বর রাতে ইস্কাটনের বাসা থেকে শওকত আলী ইমনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তিনি জামিন পান। বর্তমানে তিনি জামিনে রয়েছে।
চার্জশিট চার্জশিট দাখিল যৌতুক যৌতুক আইনের মামলা শওকত আলী ইমন