শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ফের বন্ধ
২ জানুয়ারি ২০২১ ১৩:৫৯ | আপডেট: ২ জানুয়ারি ২০২১ ১৪:০৭
বরিশাল: বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবে ফের ত্রুটি দেখা দিয়েছে। ফলে এই ল্যাবে করোনা পরীক্ষা কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। এর ফলে ২৮ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বন্ধ হলো এই ল্যাব।
শুক্রবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে কারিগরি ত্রুটি দেখা গেলে ল্যাবের কার্যক্রম বন্ধ ঘোষণা করে শেবাচিম কর্তৃপক্ষ। এর আগে গত ৩ ডিসেম্বর পিসিআর ল্যাবটি অচল হয়ে গিয়েছিল। ওই সময় প্রায় ১ সপ্তাহ করোনা পরীক্ষা বন্ধ ছিল।
বিভাগীয় শহর বরিশালে একমাত্র পিসিআর ল্যাবে ত্রুটি দেখা দেয়ায় আটকে গেছে সংগ্রহকৃত ৩৮৯টি করোনার নমুনা পরীক্ষা। এর মধ্যে বিদেশীগামী ৩০ জনের নমুনা রয়েছে।
শুক্রবার রাত ৯টায় পিসিআর ল্যাব প্রধান মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ কে এম আকবার কবীর একটি চিঠি পাঠান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম সরওয়ারের কাছে। কারিগরি ত্রুটির কথা জানিয়ে চিঠিতে বলা হয়, ১ জানুয়ারি পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছিল। নমুনা বিশ্লেষণের সময় অস্বাভাবিক রিডিং দেখা গেরে পর্যবেক্ষণে দেখা যায়, পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটি (Contamination) হয়েছে। তাই সাময়িক সময়ের জন্য ল্যাবটি বন্ধ করে দেয়া হয়েছে।
ডা. এ কে এম আকবার কবীর জানান, জমা থকা নমুনা বিভাগীয় পরিচালকের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে। বিদেশগামীদের নমুনার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
হঠাৎ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের মানুষ। বিভাগের মধ্যে ভোলায় আরেকটি পিসিআর ল্যাব স্থাপন করা হলেও সেখানে দিনে একশ’র বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার।
আরটি-পিসিআর ল্যাব করোনা পরীক্ষা বরিশাল শেবাচিম শের-ই-বাংলা মেডিকেল কলেজ