Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি শিক্ষককে হত্যার হুমকি সহকারী প্রক্টরের


২ জানুয়ারি ২০২১ ১০:৫৮

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়: ইবির আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামান। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ইবি থানায় সাধারণ ডায়েরি করেছেন আলতাফ হোসেন। তবে এ ঘটনাকে মিথ্যা বলে দাবি করেছেন এমএম নাসিমুজ্জামান।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, মেঘনা ভবনের পিছনের ফাঁকা জায়গায় বাগান করাকে কেন্দ্র করে আলতাফ হোসেনের সঙ্গে বাদাবাদী হয় নাসিমুজ্জামানের। একপর্যায়ে নাসিমুজ্জামান লাঠি নিয়ে আলতাফকে মারতে আসেন। অকথ্য ভাষায় গালিগালাজও করেন। ‘তোর কোন বাবা আছে ডাক, আজকে তোকে মেরেই ফেলবো’ বলে হত্যার হুমকি দেন নাসিম। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে দাবি করেন আলতাফ।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে আবাসিক এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছেন বলে অভিযোগ রয়েছে সহকারী প্রক্টর নাসিমুজ্জামানের বিরুদ্ধে। আলতাফ হোসেন তার এ কাজের প্রশ্রয় না দেওয়ায় মনক্ষুণ্ন ছিলেন নাসিম।

এদিকে বিষয়টি সম্পর্কে সহকারী প্রক্টর নাসিমুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক আলতাফ হোসেন সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামান হত্যার হুমকি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর