Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় জমি-জমা নিয়ে বিরোধে শ্যালককে পিটিয়ে হত্যা


২ জানুয়ারি ২০২১ ১০:০৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২১ ১০:০৪

চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে শ্যালক শফিকুল ইসলামকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাই কালাম বাঙ্গালের বিরুদ্ধে। শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ওই গ্রামের মরহুম শুকুর আলির ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে দর্শনা থানায় নিয়ে আসে।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল জানান, ওই গ্রামের ঘরজামাই জীবননগর উপজেলার হাসাদহের আমির হোসেনের ছেলে কালাম বাঙ্গালের (৫৫) সঙ্গে শফিকুলদের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। তারই জের ধরে গ্রামের বাজার থেকে ফেরার পথে উভয়ের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কালাম বাঙ্গাল একটি কাঠের টুকরা দিয়ে শফিকুল ইসলামের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল জানান, পলাতক কালাম বাঙ্গালকে আটকের চেষ্টা চলছে। একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সারাবাংলা/এএম

চুয়াডাঙ্গা জমিজমা বিরোধ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর