১০ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন বন্ধ
২ জানুয়ারি ২০২১ ০৯:২৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২১ ১৫:০৫
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের একাধিক কর্মচারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় ১০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন ও আম্পাং হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে যাবতীয় সেবা দেওয়া বন্ধ থাকবে।
হাইকমিশন এর প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল আমিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মালয়েশিয়া সরকারের দেয়া বিধি অনুসরণপূর্বক ৩১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন ও আম্পাং এ অবস্থিত হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার বন্ধ ঘোষণা করা হলো। হাইকমিশন পুনরায় চালু হবার পর পাসপোর্ট সেবা কার্যক্রম আরও বেগবান করার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত সময়ের মধ্যে যারা এপয়েন্টমেন্ট করেছেন তাদের নতুন করে এপয়েন্টমেন্ট করতে হবে না। এক্ষেত্রে ১০ জানুয়ারির নিকটতম সময়ে নতুন এপয়েন্টমেন্টের দিন পুনঃনির্ধারণ করে যথাসময়ে অবহিত করা হবে। এছাড়া ২ ও ৩ জানুয়ারি তারিখে জহর বারুতে অনুষ্ঠিতব্য পূর্বনির্ধারিত পাসপোর্ট ডেলিভারি সেবা কার্যক্রম চালু থাকবে।’