বর্তমান সরকার শিক্ষার প্রসার ও উন্নয়নে আন্তরিক: মেয়র হাছিনা গাজী
১ জানুয়ারি ২০২১ ২০:৫৫ | আপডেট: ১ জানুয়ারি ২০২১ ২১:০১
নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষার প্রসার ও উন্নয়নে অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত উদ্যোগে বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। সারাদেশে প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য এ ধরণের উদ্যোগ ও সাহসী পদক্ষেপ জাতি দ্বিতীয় কারও নিকট পায়নি।’
শুক্রবার (১ জানুয়ারি) সকালে নারাযণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করোনা পরিস্থিতির কারণে প্রতিবছরের মতো বই উৎসবের আয়োজন করা হয়নি জানিয়ে হাছিনা গাজী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেবল বই বিতরণের আনুষ্ঠানিকতা হয়েছে। বছর শুরুর ১২ দিনের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে। বিনামূল্যে বই পাওয়ার এ সুযোগ থেকে কোনো শিক্ষার্থী বঞ্চিত হবে না। শারীরিক দূরত্ব বজায় রেখে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরমুক্ত করতে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।’
করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এ পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। সরকারি ছুটির দিন হলেও স্বল্প পরিসরে স্কুলে মুখে মাস্ক পরা নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়। মহামারির মধ্যেও নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুশি। দীর্ঘ কয়েকমাস পর পৌষের শীত সকালে আবারও স্কুলের পোশাক পরে নিজ স্কুলে আসে শিক্ষার্থীরা। সহপাঠীদের সঙ্গে দেখা পেয়ে আনন্দে মেতে ওঠে সবাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীবানু বেগমসহ অনেকে।