Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেললে সমুচিত জবাব দেওয়া হবে’


১ জানুয়ারি ২০২১ ১৮:৩৩

ঢাকা: জনগণের ভোটাধিকার নিয়ে বারবার ছিনিমিনি খেললে সমুচিত জবাব দেওয়া হবে বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (০১ জানুয়ারি) রাজধানীর বাইতুল মুকাররম মসজিদের পূর্ব চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সরকার জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়। সরকার ২০১৮ সালের ডিসেম্বরে ভোট কারচুপির মচ্ছবের মধ্য দিয়ে ক্ষমতায় এসে স্থানীয় নির্বাচনেও কারচুপির পুনরাবৃত্তি চালাচ্ছে। কিন্তু ক্ষমতাসীনদের জেনে রাখা উচিত, এদেশের মানুষ ঐতিহাসিকভাবেই বিপ্লবকামী। ভোটাধিকার নিয়ে বারবার ছিনিমিনি খেলা হলে এর সমুচিত জবাব দেওয়া হবে।’

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘চলমান পৌরসভা নির্বাচনে মাঠে থেকে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সহযোগিতা করতে হবে। ভোট চোরদের উচিত শিক্ষা দিতে হবে। সুষ্ঠু ভোট গ্রহণে ব্যর্থ হলে নির্বাচন কমিশনকে দায়িত্ব ছাড়তে হবে।’

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘দেশে ইসলামের বিরুদ্ধে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। সিনেমা-নাটক-উপন্যাসে ইসলামকে বিকৃতরূপে উপস্থাপনের মাধ্যমে তরুণদের ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চাচ্ছে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষার পরীক্ষা বাতিলের মাধ্যমে নীতি-নৈতিকতা বিবর্জিত একটি ধর্মহীন জাতি গঠনের হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর ফলশ্রুতিতে দেশের তরুণদের চরিত্র ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সন্ত্রাস, মাদক ও ধর্ষণের মত ঘৃণ্য অপরাধগুলোও দিন দিন বেড়ে চলেছে।’

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান।

সভাপতির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, ‘যুব সমাজ আজ স্বীয় আত্মপরিচয় সংকটে ভুগছে। সর্বত্র দলীয়করণ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের ফলে শিক্ষিত যুবকরাও নীতি-নৈতিকতা ভুলে দিনদিন অপরাধের দিকে ঝুঁকছে।’

তিনি বলেন, ‘একদিকে ইসলাম ও নৈতিক শিক্ষাকে প্রায় ঐচ্ছিক করে দিয়েছে, অন্যদিকে গল্প-সিনেমা-নাটকে ইসলামকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করিয়ে তরুণদের মননে ইসলামবিদ্বেষ পুশ করে দেওয়া হচ্ছে। ইসলাম থেকে দূরে অবস্থান নেওয়ায় দিনদিন সমাজে অপরাধ বাড়ছে। যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথেও বাধা হয়ে দাঁড়ায়। এমতাবস্থায় রাজনৈতিক সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই।’

সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরামের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল আমীন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

বিজ্ঞাপন

সম্মেলনের প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ২০২১ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। ঘোষিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল করীম আকরাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমীন।

আওয়ামী লীগ ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ভোটাধিকার মুফতি রেজাউল করিম

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর