Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনের মুখে মিয়া মাসুদের চাকরি পুনর্বহাল; এখনও বাকি ১৮০ জন


১ জানুয়ারি ২০২১ ১৮:০৬

ঢাকা: প্রায় দুই মাস ধরে চলা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত গ্রামীণফোন কর্তৃপক্ষ এমপ্লয়িজ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদকে (মিয়া মাসুদ) চাকরিতে পুনর্বহাল করেছে। তবে এখনও অন্য ১৮০ জন শ্রমিকের চাকরি পুনর্বহাল করেননি। এ কারণে এমপ্লয়ীজ ইউনিয়নের আন্দোলন চলমান রয়েছে।

গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক সারাবাংলাকে এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বিগত কয়েকমাস ধরে বিভাগ পুনর্গঠনের নাম করে ১৮০ জন শ্রমিকের কাজ বন্ধ করে রাখার কারণে সমস্যার সমাধানে গ্রামীণফোন কর্তৃপক্ষের সাথে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মিয়া মাসুদের নেতৃত্বে দুইটি প্রতিনিধি দল কাজ করছিলো। অথচ ইউনিয়নের সঙ্গে আলোচনা চলাকালেই ১৮০ জন শ্রমিকের চাকরির বিষয়ে ম্যানেজমেন্টের সঙ্গে একমত না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষ বিগত ২৭ অক্টোবর একটি ইমেইলের মাধ্যমে মিয়া মাসুদকে সম্পূর্ণ অন্যায়ভাবে তার চাকরি থেকে টার্মিনেট করে।

এরপর থেকেই গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের নেতৃত্বে গ্রামীণফোনের সর্বস্তরের কর্মীরা গ্রামীণফোন অফিসসহ সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে মিটিং, মানববন্ধন, প্রেস কনফারেন্স, অবস্থান কর্মসূচি ও অন্যান্য প্রতিবাদী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরব হয়ে ওঠে।

মিয়া মাসুদ বিগত কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের ট্রেড ইউনিয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অল্পদিনের মধ্যে দেশের গন্ডি পেরিয়ে তার সুনাম এশিয়া ও ইউরোপের অনেক দেশেই ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই মিয়া মাসুদকে ট্রেড ইউনিয়ন করার কারণে যখন গ্রামীণফোন কর্তৃপক্ষ অন্যায়ভাবে চাকরি থেকে টার্মিনেট করে, তখন সুইজারল্যান্ডে অবস্থিত ইউনি গ্লোবাল ইউনিয়ন নেতৃত্বে বিশ্বের প্রায় ২৬টি সংগঠন থেকে গ্রামীণফোন এবং এর মূল শেয়ারহোল্ডার টেলিনরের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের দুর্বার প্রতিবাদ, দেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও সংগঠনের প্রতিবাদে একাত্মতা প্রকাশ এবং ইউনি গ্লোবাল ইউনিয়নের সরাসরি হস্তক্ষেপে গত ২১ ডিসেম্বর গ্রামীণফোনের মূল শেয়ারহোল্ডার টেলিনর এক পর্যায়ে মিয়া মাসুদের অবৈধ টার্মিনেশন প্রত্যাহার করে নেয়।

বাংলাদেশের সকল শ্রমজীবী সংগঠন, সাংবাদিক, সুশীল সমাজ এবং গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জানিয়েছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক।

তিনি বলেন, ‘গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন কোম্পানির ভেতর ও বাইরে সবসময় মানুষের জন্য কাজ করে এবং বাংলাদেশে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে এটি অন্যতম।’মিয়া মাসুদকে সসম্মানে চাকরিতে পুনর্বহাল করার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই। তবে যে ১৮০ জন শ্রমিক কর্মহীন অবস্থায় দিন যাপন করছে তাদের কাজে ফিরিয়ে নেওয়ার জোর দাবি জানাই। ওই ১৮০ জন শ্রমিককে কাজে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

তথ্যপ্রযুক্তি মিয়া মাসুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর