Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থার্টি ফার্স্টে উচ্ছৃঙ্খলতার অভিযোগে আটক ৩২


১ জানুয়ারি ২০২১ ১৫:১৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২১ ২০:৩১

চট্টগ্রাম ব্যুরো: নগরীতে থার্টি ফার্স্ট উদযাপনের নামে ‘উচ্ছৃঙ্খলতার’ অভিযোগে ৩২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে কোতোয়ালী থানার বিভিন্ন সড়ক ও ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন জানান, বেপরোয়া গতিতে চালানো ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

খ্রিষ্টীয় বর্ষবিদায় ও বরণ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত ১৬ দফা নির্দেশনা দেয় সিএমপি। কোনো ভবনের ছাদে আতশবাজি-পটকা ফোটানো হলে ভবন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিএমপি কমিশনার সালেহ মো. তানভীর। নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল থেকেই নগরীর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরও রাত ১২টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে আতশবাজির বিকট শব্দ শোনা যায়।

ওসি মহসীন সারাবাংলাকে বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, মদ্যপ অবস্থায় চলাফেরা এবং ভবনের ছাদ থেকে আতশবাজি ফোটানোর অপরাধে ৩২ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মহানগর অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ৩২ জনের অধিকাংশই তরুণ বয়সী।

আটক উচ্ছৃঙ্খলতা থার্টি ফার্স্ট

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর