নামের আগে ডাক্তার লিখতে পারবেন হোমিও সনদধারীরা
১ জানুয়ারি ২০২১ ১০:১০
ঢাকা: ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) সনদপ্রাপ্ত এবং ডিপ্লোমা অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি নিবন্ধিত চিকিৎসকেরা তাদের নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত ‘দি বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাক্টিশনার্স অর্ডিন্যান্স-১৯৮৩’ এর চ্যাপ্টার ৬ এ অন্তর্ভুক্ত ধারা ৩৩ (এ) মোতাবেক বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে সাটিফিকেটধারী চিকিৎসকেরা নামের পূর্বে ডাক্তার লিখতে পারবেন।