ভাতা মিলবে মোবাইলে, ১৪ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩১ ডিসেম্বর ২০২০ ২৩:৫০ | আপডেট: ১ জানুয়ারি ২০২১ ১৫:২৩
ঢাকা: দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীকে নগদ অর্থ সহায়তার মাধ্যমে দারিদ্র নিরসন ও বৈষম্য কমানোর লক্ষ্যে বিভিন্ন খাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। তবে এই কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতি ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগও রয়েছে। আর এ কারণে প্রকৃত সুবিধাভোগীরা সরকারের এই সহায়তা থেকে বঞ্চিত হওয়ার নজিরও দেখা যায়। ভবিষ্যতে এই কর্মসূচির অর্থ যেন প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছায় সে উদ্দেশে এবার মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আর তা নতুন বছরেই শুরু করতে চায় সরকার। আগামী ১৪ জানুয়ারি এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই পরিকল্পনার অংশ হিসেবে এখন থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর টাকা মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে পাঠানো হবে। সে লক্ষ্যে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সরকার-প্রাইভেট পার্টনারশিপ-জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের কাছে ভাতা পাঠানোর জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে ‘নগদ’ ও ‘বিকাশ’ এবং সমাজসেবা অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ অনুমোদন করার পর এই চুক্তি স্বাক্ষর করা হলো। এরপর কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী আগামি ১৪ জানুয়ারি এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী গত আগস্টে দেশের আট বিভাগের আট ইউনিয়নে পরীক্ষামূলক এই কার্যক্রম শুরু করে সমাজসেবা অধিদফতর।
প্রাথমিক পর্যায়ে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার কান্দি ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়ন, সিলেট বিভাগের দক্ষিণের সুরমা উপজেলপর লালাবাজার ইউনিয়ন, রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়ন, ভুলবার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়ন, বরিশাল বিভাগের ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের মোট ১৩ হাজার ৮৮৫ জন ভাতাভোগীর মাঝে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত ছিল। সে উদ্যোগ এখন পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন হবে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে সুবিধাভোগীরা নিজের মোবাইল থেকে সহজে টাকা তুলতে পারবেন।
এবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা যাবে মোবাইলে
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানান, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের ৮৮ লাখ ৫০ হাজার মানুষকে বিভিন্ন প্রকার ভাতা দিচ্ছে। নতুন বছরে সামাজিক নিরাপত্তার টাকা মোবাইলের মাধ্যমে দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা প্রায় ১ কোটি মানুষকে সমাজকল্যাণের মাধ্যমে ভাতা দিচ্ছি। প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণে এই উদ্যোগ। প্রধানমন্ত্রী যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে সারাবিশ্বের দরবারে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তার আরেক নতুন ধারার সূচনা হলো এই উদ্যোগে।’
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় চারটি কর্মসূচির আওতায় ৪৯ লাখ মানুষকে বয়স্ক ভাতা, ২০ লাখ ৫০ হাজার মানুষকে বিধবা ও স্বামী নিগৃহীতাকে ভাতা, ১৮ লাখ প্রতিবন্ধী ভাতা, ১ লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির টাকা দেয়। মোট ৮৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী রয়েছে, এতে টাকার পরিমাণ ৫ হাজার ৮৮৫ কোটি ৬৪ লাখ টাকা। এই সুবিধাভোগীদের এ বছর থেকে সরাসরি ‘জিটুপি’ পদ্ধতিতে সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
টপ নিউজ দারিদ্র নিরসন নগদ অর্থ সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচী