Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা জোরদার, চেকপোস্টে বাড়তি নজরদারিতে র‌্যাব


৩১ ডিসেম্বর ২০২০ ২২:৩৬

ঢাকা: সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে থার্টিফার্স্ট নাইটের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘কোনো নাশকতার আশঙ্কা নেই। তবুও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে চেকপোস্টগুলো তল্লাশিসহ বাড়তি নজরদারির জন্য জনবল বাড়ানো হয়েছে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিলে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘সার্বিক নিরাপত্তায় সব নির্দেশনা মেনে র‍্যাব কাজ করে যাচ্ছে। থার্টিফার্স্টে ধর্মীয় অনুষ্ঠান, সভা-সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সরকারি নির্দেশনা মেনে চলতে নাগরিকদের র‍্যাবের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।’

দেশব্যাপী র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক জোরদার রয়েছে জানিয়ে র‍্যাব ডিজি বলেন, ‘আজ রাতে সকল ব্যাটেলিয়নের গুরুত্বপূর্ণ স্থানে জনবল বাড়ানো হয়েছে। তা ছাড়া র‍্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইন নজরদারি চালিয়ে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশসাহ সব যানবাহন তল্লাশি করা হবে। এ জন্য সকল নাগরিকের সহযোগিতা করতে বলা হচ্ছে।’

তিনি বলেন, ‘চেকপোস্টে ডগ স্কোয়াড কাজ করছে। সারাদেশে ভিআইপি, ভিভিআইপি, বিদেশি কুটনৈতিক মিশনের গমনাগমন এবং জনসমাগম হতে পারে এমন জায়গায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় র‌্যাবের নজরদারি রয়েছে।’

থার্টিফার্স্টে কোনো যৌন হয়রানির শিকার না হন সে জন্য র‍্যাব সচেতন এবং সতর্ক রয়েছে। র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড টিম কৌশলগত স্থানে সার্বক্ষণিক নজরদারি করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ছাড়াও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় পেট্রোলিং জোরদার করা হয়েছে। সেই সঙ্গে পোশাক এবং সাদা পোশাকে সদস্যরা মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মাদক এবং যে কোনো অপরাধ নিয়ন্ত্রণেও র‍্যাবের নজরদারি রয়েছে। উচ্চস্বরে গানবাজনা, ও বেপরোয়া যানচলাচল না করতে সকলকে অনুরোধ করা হচ্ছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব সচেতন রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে স্থানীয় র‍্যাবের সহযোগিতা নেওয়া যাবে।’

থার্টি ফার্স্টকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হুমকি আছে কি-না এমন প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘এখন পর্যন্ত কোনো বড় ধরনের হুমকির আশঙ্কা করছি না। জঙ্গি হুমকিও নেই। এরপরেও যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি রেখেছি।’

আজ র‍্যাব-৪ এর অভিযানে সারা দেশ থেকে ছয়জন জঙ্গি গ্রেফতার হয়েছে। থার্টি ফার্স্টকে কেন্দ্র করে গ্রেফতারকৃদের কোনো টার্গেট প্ল্যানিং ছিল কি-না? এর উত্তরে তিনি বলেন, ‘র‍্যাবের প্রত্যেক ব্যাটেলিয়ন শুধু আজকে নয়, প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।’

‘থার্টিফার্স্ট নাইট নিরাপত্তা জোরদার র‍্যাব