চট্টগ্রাম প্রেসক্লাবের দায়িত্বে ফের আব্বাস-ফরিদ
৩১ ডিসেম্বর ২০২০ ২০:৫৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ২১:২২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আলী আব্বাস ও চৌধুরী ফরিদ আবারও সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার ওমর কায়সার ভোটের ফলাফল ঘোষণা করেন। ২০২১-২০২২ সালের কমিটির নির্বাচনে ২৫৮ জন ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ২৪২টি।
সভাপতি পদে আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিয়াজ হায়দার চৌধুরী পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে চৌধুরী ফরিদ সর্বোচ্চ ১৮০ ভোট পেয়ে জিতেছেন। প্রতিদ্বন্দ্বী মহসিন কাজী পেয়েছেন ৫৮ ভোট।
জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি ফরিদা, সম্পাদক ইলিয়াস
এছাড়া জ্যেষ্ঠ সহ সভাপতি পদে সালাহউদ্দিন মো. রেজা ১৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সহ সভাপতি পদে স ম ইব্রাহিম ১০৫ ভোট, কোষাধ্যক্ষ পদে রাশেদ মাহমুদ ১৪৩, যুগ্ম সম্পাদক পদে নজরুল ইসলাম ১৩৪, গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী ১১৮, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান ১৩৬, সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার ১১৫, ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া ১৩৯ এবং আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক পদে আইয়ুব আলী ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে শহীদুল্লাহ শাহরিয়ার ১৪৩, মোয়াজ্জেমুল হক ১৩১, দেবদুলাল ভৌমিক ১৩০ ও মনজুর কাদের মনজু ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
পরে সংক্ষিপ্ত এক সভার মধ্যে দিয়ে প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ও সম্মেলন শেষ হয়। সভায় নব নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
আলী আব্বাস চট্টগ্রাম প্রেসক্লাব চৌধুরী ফরিদ টপ নিউজ প্রেসক্লাব