Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ১১ ইটভাটায় ৬৬ লাখ টাকা জরিমানা


৩১ ডিসেম্বর ২০২০ ১৮:৫৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৯:১৯

টঙ্গী: গাজীপুর সদর উপজেলা পাইনশাইল এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ ছাড়পত্র না থাকায় অভিযানে ১১টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ওই ইটভাটাগুলো থেকে ৬ লাখ করে মোট ৬৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে ভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক দিলরুবা আক্তার, র‍্যাব-১, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহায়তা করেন।

ইটভাটা গাজীপুর জরিমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর