বন্ধ হচ্ছে আসামের ৬০০ মাদরাসা
৩১ ডিসেম্বর ২০২০ ১৭:১১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৮:৩৯
ভারতের আসাম রাজ্যে সব সরকারি মাদরাসা বন্ধ করতে রাজ্যের বিধানসভায় একটি বিল পাস হয়েছে। খবর এএনআই।
বুধবার (৩০ ডিসেম্বর) কংগ্রেসসহ বিরোধীদলগুলোর চরম আপত্তির মুখে বিলটি পাস হয়। যার ফলে বন্ধ হয়ে যাবে আসামের প্রায় ৬০০ সরকারি মাদরাসা।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিলটি এখন গভর্নরের কাছে পাঠানো হচ্ছে। সেখানে অনুমোদন পেলেই আসামের সব মাদরাসা ২০২১ সালের ১ এপ্রিল থেকে স্কুলে পরিণত হবে।
এদিকে, বিলটির আওতায় আসামের মাদরাসা শিক্ষা বোর্ডটিও বিলুপ্ত করা হচ্ছে বলে খবরে উঠে এসেছে।
এ ব্যাপারে আসামের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বেসরকারি মাদরাসা তদারকির জন্য শিগগিরই আরেকটি বিল বিধানসভায় উত্থাপন করা হবে।
অন্যদিকে, উত্থাপিত বিলে দুটি বিদ্যমান আইন বাতিল করার প্রস্তাব করা হয়েছে – তার মধ্যে রয়েছে আসাম মাদরাসা শিক্ষা (প্রাদেশেকিকরণ) আইন-১৯৯৫ এবং আসাম মাদরাসা শিক্ষা (কর্মচারীদের পরিষেবা প্রাদেশিককরণ এবং মাদরাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন) আইন-২০১৩।
এর আগে, সরকারি সব মাদরাসা এবং সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি’র নেতৃত্বাধীন আসামের রাজ্য সরকার। তবে, বুধবারের বিলটির মধ্যে সংস্কৃত টোল বন্ধ করে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি।