Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে রাবি রেজিস্ট্রারের পদত্যাগ


৩১ ডিসেম্বর ২০২০ ১৬:৫৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়: অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার। (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ বারী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫০৫তম সিন্ডিকেট সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. হাবিবুর রহমান সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ড. হাবিবুর রহমান জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার। শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অব্যাহতি দেওয়ার বিষয়টি আলোচনা করতে সিন্ডিকেটে সভা ডাকা হয়। পরে সিন্ডিকেট তা গ্রহণ করে।

এর আগে ইউজিসির তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতামূলক আচরণের অভিযোগে গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজের সই করা এক চিঠিতে এম এ বারীকে অব্যাহতি দিতে উপাচার্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর পরেও রেজিস্ট্রার পদত্যাগ না করায় ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে উপস্থিত হলে তোপের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে ওই সভা স্থগিত করেন উপাচার্য। এরপর থেকে নিজ দফতরে এম এ বারীকে দেখা যায়নি। এমনকি জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে উপস্থিত হননি তিনি। পরে ৩০ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দেন ড. বারী।

টপ নিউজ পদত্যাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর