Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত দুই


৩১ ডিসেম্বর ২০২০ ১৬:৫৫

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন।

নিহতরা হলে- পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২), বগুড়ার ধুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. বায়েজিদ (২০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামাল হোসেন জানান, ঢাকা থেকে বাসা-বাড়ির আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি এলেঙ্গাতে পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারসহ দুই জন নিহত হন। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়।

আহত পিকআপ চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি পুলিশ জব্দ করেছে বলেও জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক।

ট্রাক-পিকআপ দুই জন নিহত বঙ্গবন্ধু সেতু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর