Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় সেনাবাহিনীর বাসে হামলা, ২৮ মৃত্যু


৩১ ডিসেম্বর ২০২০ ১৬:০৫

সিরিয়ার পূর্বাঞ্চলে সেনা সদস্যদের বহনকারী একটি বাসে হামলায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।

এদিকে, সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংঘর্ষ প্রবণ দিয়ের আল জোর প্রদেশে বুধবার (৩০ ডিসেম্বর) ওই বাসে হামলা হয়। এ ঘটনায় মৃতরা সবাই বেসামরিক নাগরিক।

তবে, তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) ও অন্যান্য সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, সৈনিক ভর্তি তিনটি বাস ছিল এবং মৃতের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক অবজারভেটরি বলেছে, এতে ৩৭ জন সৈন্যের মৃত্যু হয়েছে। পাশাপাশি, তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) এই হামলার দায় দিয়েছে।

বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এসওএইচআর বলেছে, এটি ইসলামিক স্টেটের সদস্যদের সুপরিকল্পিত চোরাগোপ্তা হামলা ছিল, সরকারপন্থি মিলিশিয়া ও সৈনিকদের তিনটি বাসে হামলা চালিয়েছে তারা।

ইরাক সীমান্তসংলগ্ন দিয়ের আল জোরের প্রধান মহাসড়কে সংঘটিত ঘটনাটিতে সেনাবাহিনীর যানবাহনের ওপর চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা ও সরকারের পক্ষত্যাগকারী একজন সামরিক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন। ওই এলাকায় অবস্থানকারী ওই সাবেক সামরিক কর্মকর্তা জানান, সৈনিক ও সরকারপন্থি মিলিশিয়ারা ছুটি শেষে বাসগুলোতে করে নির্জন, জনবিরল ওই এলাকার ঘাঁটিতে ফেরার সময় হামলার মুখে পড়েন।

প্রাচীন নগরী পালমিরার নিকটবর্তী এই এলাকায় প্রায়ই আইএস যোদ্ধাদের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সিরীয় বাহিনীগুলোর সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, যুদ্ধে পরাজিত হয়ে আঞ্চলিক নিয়ন্ত্রণ হারালেও সিরিয়ার বিভিন্ন অংশে আইএসের উপস্থিতি রয়ে গেছে। গোষ্ঠীটির বিচ্ছিন্ন সেলগুলো প্রায়ই হামলা চালিয়ে থাকে।

মৃত্যু সিরিয়া সেনাবাহিনীর বাসে হামলা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর