ইয়েমেনে বিমান বন্দরে হামলা: ২৫ মৃত্যু, আহত ১১০
৩১ ডিসেম্বর ২০২০ ১৫:৩১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৭:১২
ইয়েমেনের মন্ত্রিসভাকে লক্ষ্য করে অ্যাডেন বিমান বন্দরে চালানো হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১০ জন। খবর এপি।
বুধবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিসভার সদস্যদের বহনকারী একটি বিমান অ্যাডেন বিমান বন্দরে পৌঁছানোর পর এই হামলা চলে।
এদিকে, ইয়েমেনের সরকারি কর্তৃপক্ষ দাবি করেছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা মন্ত্রিসভা সদস্যদের বহনকারী বিমান লক্ষ্য করে চারটি ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে।
যদিও, হুথিদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, বিমান বন্দরের হামলা থেকে নিরাপদে রাজপ্রাসাদে আশ্রয় নিয়েছিলেন মন্ত্রিসভার সদস্যরা সেখানেও আরেকটি বিস্ফোরণের খবর জানিয়েছে ইয়েমেনের সরকারি কর্তৃপক্ষ।
পরে, সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথবাহিনীর সদস্যরা বোমা বহনকারী ড্রোনটি ভূপাতিত করেছে বলে জানিয়েছে আল-এরাবিয়া।
এ ব্যাপারে ওই বিমানে থাকা ইয়েমেনের যোগাযোগমন্ত্রী নাগিব আল ওগ এপিকে বলেছেন, তারা দুইটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি ধারণা করছেন তাদের ওপর ড্রোন হামলা হয়েছিল।
অপরদিকে, ইয়েমেনের সেনাবাহিনী বিমান বন্দর এবং সংলগ্ন এলাকা ঘিরে রেখেছে বলে জানিয়েছে এপি।
অ্যাডেন ইয়েমেন বিমান বন্দরে হামলা মন্ত্রিসভার সদস্যদের লক্ষ্য করে হামলা