অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়ে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন
৩০ ডিসেম্বর ২০২০ ২২:১৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০০:৪২
ঢাকা: গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয়ে রাজধানীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করেছে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং প্রতিটি থানায় থানায় মিছিল-সমাবেশ করেছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ২০১৮ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তির এই দিনটি উপলক্ষে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও আলাদা কর্মসূচি পালন করেছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ
সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পীসহ অন্যরা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ
এদিন বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও ডা. দীপু মণিসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
যুবলীগ
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে ‘গণতন্ত্রের বিষয় দিবস’ উপলক্ষে সমাবেশ আয়োজন করেছিল যুবলীগ। সমাবেশে বক্তব্যে রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুসহ অন্যরা। সভা পরিচালনা করেন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী ও উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী। সমাবেশের পরে যুবলীগের আয়োজনে একটি মিছিল গুলিস্তানের জিরো পয়েন্ট হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
স্বেচ্ছাসেবক লীগ
বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছসেবক লীগের গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
ছাত্রলীগের আনন্দ র্যালি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আনন্দ র্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার সকাল সাড়ে ১১টায় র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলাভবন, ভিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্যসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ