Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণে ঠিকাদার নিয়োগের অনুমোদন


৩১ ডিসেম্বর ২০২০ ০০:০৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০০:১০

ঢাকা: কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে ঠিকাদার নিয়োগের ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে এক হাজার ৫৬৮ কোটি টাকা।

বুধবার (৩০ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির ভার্চুয়াল বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট ছয়টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল মাধ্যমে সংবাদ সম্মেলনে বলেন, আজকের বৈঠকে আটটি প্রস্তাব উত্থাপন করা হলেও সড়ক ও জনপথ বিভাগের দুইটি ও বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া টেবিলে চাল কেনার একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

আবু সালেহ মোস্তফা কামাল জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের ঠিকাদার নিয়োগের ক্রয়প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এম/এস সিওয়াইডব্লিউইবি ও সিসিইসিসি এক হাজার ৫৬৮ কোটি ৮৬ লাখ টাকায় এ কাজটি করবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আরেক প্রস্তাবে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়) (তৃতীয় সংশোধিত) পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ২৩ লাখ ৮৬ হাজার ৮৯৫ টাকা। কাজটি পেয়েছে কোরিয়ার হাল্লা কনস্ট্রাকশন কোম্পানি। বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাব

স্থানীয় সরকার বিভাগের অধীন ‘দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ৫৭ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৪৬৭ টাকা। এর পুরোটাই এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের টাকা। যৌথভাবে কাজটি করবে রেমবল ডেনমার্ক, একোয়া কনসালট্যান্ট অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড ও রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড।

বিজ্ঞাপন

এছাড়া ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, কুমিল্লা জোন’ প্রকল্পের আওতায় টার্নকি ভিত্তিতে আটটি সাবস্টেশনের মানোন্নয়ন কাজের ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ১৯৯ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৪১৮ টাকায় কাজটি করবে আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড।

বিদ্যুৎ বিভাগের অধীন ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) (১ম সংশোধিত))’ প্রকল্পের আওতায় ১৮ হাজার ৫৬২টি বৈদ্যুতিক খুঁটি কেনার প্রস্তাবটিও অনুমোদন পেয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরির ( বিএমটিএফ) কাছ থেকে ২৮ কোটি ৩ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকায় এ খুঁটি কেনা হবে।

কক্সবাজার বিমানবন্দর ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ক্রয়প্রস্তাব অনুমোদন রানওয়ে সম্প্রসারণ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর