Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের বিমান বিধ্বস্ত: ক্ষতিপূরণ দিচ্ছে ইরান


৩০ ডিসেম্বর ২০২০ ২২:০০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০১:১১

এ বছরের জানুয়ারিতে ইরানে বিধ্বস্ত হওয়া ইউক্রেনিয়ান এয়ারলাইনসের ক্ষতিগ্রস্ত যাত্রীদের পরিবারগুলোর জন্য ১৫ লাখ মার্কিন ডলার দেওয়ার ব্যাপারে একমত হয়েছে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ। খবর আল-জাজিরা।

বুধবার (৩০ ডিসেম্বর) ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি’র নেতৃত্বে দেশটির মন্ত্রিসভা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।

এ ব্যাপারে ইরানি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, ক্ষতিপূরণের সমুদয় অর্থ ইউরোতে পরিশোধ করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিপূরণ ইরানের কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে। তবে, কবে নাগাদ ওই অর্থ ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

এর আগে, ইরানের ভুলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনিয়ান এয়ারলাইনসের একটি বিমান তেহরান বিধ্বস্ত হয়ে ১৭৬ আরোহী প্রাণ হারানোর পর – ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

ইউক্রেনিয়ান এয়ারলাইনস ইরান ক্ষতিপূরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর