Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হংকংয়ের ১০ গণতন্ত্রপন্থির কারাদণ্ড


৩০ ডিসেম্বর ২০২০ ১৮:১২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৮:৪৫

হংকংয়ের ১০ গণতন্ত্রপন্থি আন্দোলনের কর্মীকে সাত মাস থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে চীনের শেনঝেন ইয়ানতিন ডিস্ট্রিক্ট পিপলস কোর্ট। খবর বিবিসি।

এর আগে, ২৩ আগস্ট স্পিডবোটে করে তাইওয়ানে পালিয়ে যাওয়ার সময় সমুদ্রে ধরা পড়া হংকংয়ের ১২ তরুণের একটি দলের ১০ জনকেই দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হল। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে হংকং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবিসি জানায়, গত জুনে হংকংয়ে বেইজিংয়ের জাতীয় নিরাপত্তা আইন চালু হয়। এরপরই আগস্টে ওই গণতন্ত্রপন্থি কর্মীরা হংকং ছেড়ে পালিয়ে তাইওয়ানে চলে যাওয়ার চেষ্টা করার সময় ধরা পড়ে। হংকংয়ে চীনবিরোধীদের ওপর দমন-পীড়ন বাড়তে থাকায় তাইওয়ান সেখানকার গণতন্ত্রপন্থিদের জন্য তাদের দ্বার খুলে দিয়েছে।

চীন এই গণতন্ত্রপন্থিদের আটক করার পর কয়েকমাস ধরে কোনও অভিযোগ দায়ের করা ছাড়াই আটকে রেখেছিল। মাত্র কয়েকসপ্তাহ আগে কর্তৃপক্ষ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সোমবার (২৮ ডিসেম্বর) তাদেরকে শেনঝেন আদালতে বিচার করা হয়। তবে আদালতের শুনানি প্রত্যক্ষ করার অনুমতি বিদেশি সাংবাদিক বা কূটনীতিকদের দেওয়া হয়নি।

এদিকে, ট্যাং কাই ইন (৩১) নামের একজনকে তিন বছর এবং কুইন মুন (৩৩) নামের আরেকজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে সীমান্ত পাড়ির ব্যবস্থা করার জন্য তাদেরকে এ দণ্ড দেওয়া হয়। আর আটজনকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার জন্য সাত মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বুধবার (৩০ ডিসেম্বর) চীন কর্তৃপক্ষ জানায় ১০ জন দোষ স্বীকার করেছে। অপ্রাপ্তবয়স্ক দুইজনও ভুল স্বীকার করেছে। গণতন্ত্রপন্থি এই কর্মীদের আইনজীবীরা বলছেন, যে সাজা দেওয়া হয়েছে তা কঠোর। তাছাড়া, অভিযোগও প্রমাণিত নয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, চীনে ‘হংকং ১২’ দলকে আটকের ঘটনা বিশ্বের মনোযোগ কেড়েছে। তাদের প্রতি চীন কর্তৃপক্ষের আচরণ উদ্বেগ সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে।

কারাদণ্ড গণতন্ত্রপন্থি তাইওয়ান বেইজিং হংকং

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর