Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনে মন্ত্রিসভা সদস্যদের লক্ষ্য করে হামলা


৩০ ডিসেম্বর ২০২০ ১৭:৪৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৭:৫০

ইয়েমেনের অ্যাডেন বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্যদের বহনকারী একটি বিমান লক্ষ্য করে মর্টার হামলা এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে। খবর আল-আরাবিয়া।

বুধবার (৩০ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারের সোমালি গার্ডিয়ানের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, মন্ত্রিসভার সদস্যদের বহনকারী বিমানটি এয়ারপোর্টে অবতরণ করার সঙ্গেসঙ্গেই মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে অ্যাডেন এয়ারপোর্ট।

বিজ্ঞাপন

এদিকে, ওই হামলায় কয়েকজন হতাহতের কথা জানালেও, প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারেনি আল-আরাবিয়া।

অন্যদিকে, কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে স্কাই নিউজ জানিয়েছে – হামলার পূর্বে এয়ারপোর্ট এলাকায় তারা বেশ কিছু ড্রোন উড়ে যেতে দেখেছে।

তবে, প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম।

অ্যাডেন এয়ারপোর্ট ইয়েমেন টপ নিউজ মন্ত্রিসভা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর