ইয়েমেনে মন্ত্রিসভা সদস্যদের লক্ষ্য করে হামলা
৩০ ডিসেম্বর ২০২০ ১৭:৪৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৭:৫০
ইয়েমেনের অ্যাডেন বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্যদের বহনকারী একটি বিমান লক্ষ্য করে মর্টার হামলা এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে। খবর আল-আরাবিয়া।
বুধবার (৩০ ডিসেম্বর) মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারের সোমালি গার্ডিয়ানের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, মন্ত্রিসভার সদস্যদের বহনকারী বিমানটি এয়ারপোর্টে অবতরণ করার সঙ্গেসঙ্গেই মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে অ্যাডেন এয়ারপোর্ট।
#BREAKING: Video shows the moment 3 massive explosions and gunfire have been heard inside a terminal in Aden’s International Airport shortly after plane carrying #Yemen’s new government landed at the airport. Multiple fatalities and injuries reported. pic.twitter.com/tIEg0zu4Mj
— Somali Guardian (@SomaliGuardian) December 30, 2020
এদিকে, ওই হামলায় কয়েকজন হতাহতের কথা জানালেও, প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারেনি আল-আরাবিয়া।
অন্যদিকে, কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে স্কাই নিউজ জানিয়েছে – হামলার পূর্বে এয়ারপোর্ট এলাকায় তারা বেশ কিছু ড্রোন উড়ে যেতে দেখেছে।
তবে, প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম।