পুঁজিবাজারে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
৩০ ডিসেম্বর ২০২০ ১৭:১৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ২১:১৫
ঢাকা: পুঁজিবাজারে প্রতিদিনই বাড়ছে আর্থিক ও শেয়ার লেনদেন। বুধবার (২৯ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে ডিএসইতে এক হাজার ৫৪৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এটি গত পাঁচ মাসের মধ্যে একদিনে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২৮ জুলাই ডিএসইতে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়।
এদিকে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স আগের তুলনায় ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০২ পয়েন্টে উন্নীত হয়েছে। এটি আগের দেড় বছরের মধ্যে সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০১৯ সালের ৩০ জুনের পর সূচকটি আজকের চেয়ে বেশি অর্থাৎ ৫ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করছিল। ওই দিনের পর বুধবার সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে আসে।
বুধবার ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের ৫০ কোটি ৭৪ লাখ ১৪ হাজার ৩৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৬৫টির, ৭৭টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০২ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৩ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ১ হাজার ৫৪৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩৮৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়।
অন্যদিকে, এদিন আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮৮টি প্রতিষ্ঠানের ২ কোটি ২৮ লাখ ১৭ হাজার ৬৫৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৪৩টির এবং ৪৭টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১১৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৯২ পয়েন্টে উন্নীত হয়েছে। দিন শেষে সিএসইতে ৭১ কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৪২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ টপ নিউজ ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার লেনদেন শেয়ার বেচাকেনা সিএসই