সিলেটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৪
৩০ ডিসেম্বর ২০২০ ১০:৪৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৬:৪৫
সিলেট: জেলার গোলাপগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কায় দেওয়ায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিন যাত্রী ও স্থানীয় এক পথশিশুর প্রাণহানি হয়েছে। বুধবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ সময় আগুনে দগ্ধ হয়ে প্রাইভেটকারের তিন যাত্রী ও সিলিন্ডার উড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসব খবর নিশ্চিত করে সিলেটের গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, আগুনে ঝলসে যাওয়ায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।