Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেদারল্যান্ডসে বছরে ১ লাখ ৬২ হাজার মৃত্যু


২৯ ডিসেম্বর ২০২০ ২২:২৮

নেদারল্যান্ডসে এ বছর প্রায় এক লাখ ৬২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা দেশটিতে এক বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। খবর রয়টার্স।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ডাচ ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিস (সিবিএস) মৃত্যুর এ তথ্য প্রকাশ করে। তারা জানিয়েছে, এ বছর মৃত্যু বেড়ে যাওয়ার কারণ কোভিড-১৯ মহামারি।

এদিকে এক কোটি ৭০ লাখ মানুষের দেশ নেদারল্যান্ডসে সাধারণত বছরে যত মানুষের মৃত্যু হয়, এ বছর তার চেয়ে বাড়তি ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সিবিএস’র প্রতিবেদনে বলা হয়, মার্চের শুরু থেকে মে মাসের শুরু পর্যন্ত করোনাভাইরাস মহামারির প্রথম ঢেউয়ের সময় স্বাভাবিকের চেয়ে প্রায় নয় হাজার মানুষ বেশি মারা গেছে। মধ্য সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহামারির দ্বিতীয় ঢেউয়ে বাড়তি আরও প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়।

অন্যদিকে, নেদারল্যান্ডসে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাত লাখ ৭০ হাজার ৪০০ জন। মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ।

তবে, প্রকৃত আক্রান্ত এবং মৃত্যু উভয়ই প্রদর্শিত সংখ্যার চেয়ে বেশি বলে মনে করছে সিবিএস। কারণ, করোনা শনাক্তের উপকরণ এবং গবেষণাগারের অভাবে মহামারির প্রথম দিকে শুধুমাত্র গুরুতর অসুস্থরাই পরীক্ষার সুযোগ পেয়েছেন।

কোভিড-১৯ ডাচ ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিস (সিবিএস) দ্বিতীয় বিশ্বযুদ্ধ নভেল করোনাভাইরাস নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর