Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমনা পার্কের উন্নয়ন কাজ নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ


২৯ ডিসেম্বর ২০২০ ১৭:৪৩

ঢাকা: রমনা পার্কের ভেতরে অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজে নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণ এবং নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

পাশাপাশি, কমিটির বৈঠকে নকশা বহির্ভূত স্থাপনা অপসারণ এবং মূল নকশা অনুযায়ী দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে এই সুপারিশ করা হয়।

এদিকে সূত্র জানিয়েছে, রমনা পার্কের অবকাঠামো উন্নয়ন এবং রমনা লেকসহ সার্বিক সৌন্দর্য বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ ২০১৯ সালের নভেম্বরে শুরু হয়। ৩৪ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ওই প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু, বর্তমান বাস্তবতায় তা কোনো ভাবেই সম্ভব নয় বলে মনে করছে সংসদীয় কমিটি।

অন্যদিকে, কমিটির বৈঠকে নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণের তথ্য তুলে ধরেন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পরিকল্পনা কমিশন অনুমোদনের পর সেই নকশা পরিবর্তনের সুযোগ অধিদফতরের আছে কিনা তা জানতে চান কমিটি সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।

এছাড়াও, বৈঠকে গণপূর্ত অধিদফতর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদফতর, স্থাপত্য অধিদফতর ও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর চলমান প্রকল্পগুলোর সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে রাজধানীর মিরপুরে বস্তিবাসিদের জন্য ভাড়াভিত্তিক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন ও নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয় এবং সমুদ্র সৈকতের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিকট দ্রুত হস্তান্তরের তাগিদ দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মনোয়ার হোসেন চৌধুরী ও আনোয়ারুল আশরাফ খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অবকাঠামো উন্নয়ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় রমনা পার্ক সৌন্দর্যবর্ধন প্রকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর