টঙ্গীর টিকটক শিশিরের ‘অপরাধ আস্তানা’ গেন্ডারিয়ায়
২৯ ডিসেম্বর ২০২০ ১৭:০২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৮:৪৫
টঙ্গী: টিকটক করাই তার নেশা। অপরাধ প্রবণতার হাতেখড়ি সেখান থেকেই। অপরাধের মধ্যে রয়েছে মাদক ব্যবসা থেকে শুরু করে টিকটকের প্রলোভন দেখিয়ে কিশোরী ধর্ষণ। একা নন, দলবল নিয়ে এমন জঘন্য কাজ করেছে গাজীপুরের টঙ্গীর কিশোর শিশির। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
টিকটক শিশিরের ফলোয়ার লাখের বেশি। রাজধানীর গেন্ডারিয়ায় শিশিরের ভাড়া ফ্ল্যাটে টিকটক শিখতে আসতো তার অনুসারীরা। ফ্ল্যাটটি ধীরে ধীরে হয়ে ওঠে অপরাধের আস্তানা। বিশেষ করে কিশোরীরাই ছিল শিশিরের টার্গেট। টিকটকের কথা বলে টঙ্গী থেকে ২৩ ডিসেম্বর এক কিশোরীকে রাজধানীতে রেখে তিনদিন ধরে দলবেঁধে ধর্ষণ করে। অভিযোগের পর গ্যাংয়ের মূলহোতা শিশিরকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
শখের বশে টিকটক করতে আসা কিশোরীর পরিবার এখন বাকরুদ্ধ। আসামিদের উপযুক্ত শাস্তি দাবি তাদের। শিশিরের উপযুক্ত শাস্তি চান টিকটক মাধ্যমে যুক্ত অন্যরাও। এমনকি কয়েকজন টিকটকার বলেন, ‘শিশির যে কাজটি করছে, তা জঘন্য অপরাধ।’
আরও পড়ুন:
- টিকটক ভিডিওর জন্য ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ: ২ কিশোর রিমান্ডে
- টিকটকের কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ
মাদক ব্যবসায় টিকটক শিশিরের পরিবারের জড়িত থাকার প্রমাণও পেয়েছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) বিভাগ মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, ‘তার সম্পর্কে যতটুকু তথ্য পেয়েছি, তার বাবা-মাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।’
কিশোর অপরাধ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ গাজীপুরের জেলা প্রসাশকের। জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ‘এখন স্কুল-কলেজ খোলা নেই। তাদের সন্তানরা যেন সন্ধ্যার পর অহেতুক ঘর থেকে বের না হয়। সন্তানদের প্রতি তারা যেন নজর দেয়।’