Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা, সা. সম্পাদক কাজল


২৮ ডিসেম্বর ২০২০ ২৩:২৮

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশন’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সংগঠনটির নিজস্ব মিলনায়তনে ২০২১-২২ সালের নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ১৮১ সদস্যের মধ্যে ১৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে, ভোট গণনা শেষে দেখা যায় – সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা (১২০ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউদ্দিন আহমেদ বিটু (৫২ ভোট)। এছাড়াও, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজল হাজরা (১৩৩ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী বোরহান উদ্দিন (৩৮ ভোট)।

অন্যদিকে, সহ-সভাপতি পদে নাসিম সিকদার (১০১ ভোট); যুগ্ন-সম্পাদক পদে জীবন আমীর (১২৯ ভোট); সাংগঠনিক সম্পাদক পদে ইন্দ্রজিৎ কুমার ঘোষ (১১২ ভোট); অর্থ সম্পাদক পদে মঈন উদ্দিন আহমেদ (১১৪ ভোট); দফতর সম্পাদক পদে আব্দুল আজিজ ফারুকী (১০৫ ভোট); প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোবারক হোসেন (১১১ ভোট); ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রফিক উদ্দিন এনায়েত (৬৭ ভোট) এবং নির্বাহী সদস্য পদে জাহিদুল ইসলাম, মো. হারুন-অর-রশিদ, জাহিদুল ইসলাম সজল, আব্দুল আল মমীন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর