Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটক ভিডিওর জন্য ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ: ২ কিশোর রিমান্ডে


২৮ ডিসেম্বর ২০২০ ২১:১৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২৩:০৫

টঙ্গী: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিওতে অভিনয়ের কথা বলে গাজীপুর থেকে রাজধানীতে নিয়ে ধর্ষণ মামলায় গ্রেফতার দুই কিশোরকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর কাছে পুলিশ সাত দিন রিমান্ড চাইলে শুনানি শেষে বিচারক মো. ইলিয়াস রহমান এ আদেশ দেন।

এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডরিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিশির ব্যাপারী ও জুনায়েদ ফাহিমকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে-সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সূত্র ধরে টঙ্গীর এক স্কুলছাত্রীকে ২৩ ডিসেম্বর ঢাকায় আনেন অভিযুক্তরা। পরে গেন্ডারিয়ার একটি বাসায় আটকে রেখে তাকে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হয়। দুদিন পর হাতিরঝিল থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশির ও ফাহিমসহ কয়েকজন অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন নির্যাতিতার মা।

টিকটক ধর্ষণ

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর