Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিকাবের নতুন কমিটি: পান্থ সভাপতি, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন


২৮ ডিসেম্বর ২০২০ ১৭:৩২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৭:৫৮

ঢাকা: চ্যানেল আইয়ের পান্থ রহমান ও সংবাদ সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন ২০২১ সালের জন্য কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাব (ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ)-এর যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে সোমবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নতুন এই কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিকাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি মাহফুজ মিশু (যমুনা টিভি), যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস (বাংলাভিশন), কোষাধ্যক্ষ আতিকু রহমান (জবাবদিহি), দফতর সম্পাদক আরিফুজ্জামান মামুন (আমাদের সময়)। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন, আঙ্গুর নাহার মন্টি (নিউজটোয়েন্টিফোর), রাহীদ এজাজ (প্রথম আলো), নূরুল ইসলাম হাসিব (বাংলাদেশ পোস্ট), রাশেদ মেহেদী (সমকাল) ও এহসান জুয়েল (সময়টিভি)।

ডিকাবের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। নির্বাচন কমিশনার হিসেবে তাকে সহায়তা করেন সিনিয়র সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ ও আনিস আলমগীর।

এর আগে ডিকাবের বিদায়ী কমিটির (২০২০) সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন তৌহিদুর রহমান এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন আতিকুর রহমান।

ডিক্যাব সভাপতি সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর