মহাসড়কের পাশে অবৈধ স্থাপনায় ২ বছর জেল, ৫ লাখ টাকা জরিমানা
২৮ ডিসেম্বর ২০২০ ১৪:৫৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৬:৪০
ঢাকা: মহাসড়ক পরিচালনার জন্য ১৯২৫ সালের অর্ডিন্যান্স বাতিল করে নতুন আইন প্রণয়ন করছে সরকার। এই আইনের আওতায় মহাসড়কের পাশে কেউ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে তাকে দুই বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা দেওয়ার বিধান থাকছে।
সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে ‘মহাসড়ক আইন ২০২০’ শিরোনামের এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এখনো ১৯২৫ সালের একটি অর্ডিন্যান্সের মাধ্যমে সড়ক ও মহাসড়ক ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমানে অনেক সড়ক ও মহাসড়ক চার লেনের হচ্ছে। নতুন এসব সড়ক-মহাসড়কের জন্য আগের অধ্যাদেশটি প্রযোজ্য হবে না। তাই আগের পুরনো আইনটি বাতিল করে নতুন আইন করতে হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইন কার্যকর হলে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে। দুর্ঘটনা অনেক কমে আসবে। নতুন এ আইন কার্যকর হলে মহাসড়কে তিন চাকার যানবাহন চলতে পারবে না।
অধ্যাদেশ অবৈধ স্থাপনা কারাদণ্ড ও জরিমানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠক মহাসড়ক আইন ২০২০