Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে ভোরে নামাজ পড়তে বের হওয়া প্রকৌশলীর লাশ উদ্ধার


২৮ ডিসেম্বর ২০২০ ১৩:৪৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৫:৪৯

ঢাকা: রাজধানীর মগবাজারে গলায় রশি পেঁচানো অবস্থায় মীর আফতাবুল সুমন (৪৮) নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি টিএন্ডটিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

হাতিরঝিল থানার এস আই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালের দিকে টিএন্ডটি কলোনির ভেতরে একটি চারতলা ভবনের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ভবনের চারতলায় তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সুমন ফজরের নামাজের জন্য বাসা থেকে বের হন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ গলায় যে রশি পেঁচানো ছিলো তার অর্ধেক অংশ বাঁধা ছিলো কলোনির চারতলায় পানির ট্যাংকির সাথে। কিন্তু মৃতদেহটি নিচে পড়েছিলো।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রকৌশলীকে হত্যা মগবাজার লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর