জয়পুরহাটে লাল গেঞ্জি উড়িয়ে ট্রেন থামালো মা-ছেলে
২৮ ডিসেম্বর ২০২০ ০৯:০৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১১:২৯
জয়পুরহাট: পাঁচবিবি উপজেলার খাসবাগুরী এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন থামিয়ে দুর্ঘটনা থেকে রক্ষা করেছেন কিশোর সাজিদ হোসেন (১৫) ও তার মা সহিদা বেগম। সাজিদ খাসবাগুরী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, সহিদা বেগম রেললাইন পার হওয়ার সময় ফাটল দেখতে পান। দুর্ঘটনা এড়াতে সাজিদকে লাল গেঞ্জি উড়াতে বলেন। সাজিদের লাল গেঞ্জি থামিয়ে দেয় ঢাকা গামী আন্তঃনগর ট্রেনটি।
সাজিদ হোসেন বলেন, যখন ট্রেন থামল, তখন ভীষণ ভয় পেয়েছিলাম। তারপর যখন ট্রেন চালক, যাত্রী ও এলাকার মানুষজন এসে সাবাস দিলেন তখন কি যে ভালো লেগেছে তা বোঝাতে পারব না।
পরে রেললাইনের ফাটল জোড়া লাগানো হয়। প্রায় এক ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।
জয়পুরহাট রেলস্টেশন মাষ্টার হাবিবুর রহমান বলেন, একটি মারাত্মক ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল। রেল বিভাগের পক্ষ থেকে কিশোর সাজিদকে আপাততঃ ধন্যবাদ জানাচ্ছি।