কুড়িগ্রাম পৌরসভায় নির্বাচনি সামগ্রী বিতরণ
২৭ ডিসেম্বর ২০২০ ২২:৪৭ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ২৩:২০
কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) অন্যান্য সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে অবস্থান করছেন। নির্বাচন ঘিরে পৌর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজ মাঠে ২৪টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে এসব নির্বাচনি সরঞ্জাম তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব।
আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার নির্বাচনে ভোট নেওয়া হবে। সবগুলো কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব জানান, কুড়িগ্রাম পৌরসভার ২৪টি ভোটকেন্দ্রে নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা নিজেদের কেন্দ্রে অবস্থান নিয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া তিন প্লাটুন বিজিবি, তিনটি র্যাবের টিম এবং পুলিশের আটটি মোবাইল টিম কাজ করবে।
২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন ২৪টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ পাঁচ জন মেয়র প্রার্থী, ৩৯ জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই পৌরসভায় ভোটার রয়েছেন ৫৬ হাজার ৩৯৫ জন।