স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির বৈঠক
২৭ ডিসেম্বর ২০২০ ২১:২১ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ২১:৫৮
ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত বিএনপির বরিশাল বিভাগীয় উদযাপন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক ও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সভা পরিচালনা করেন বিএনপি উদযাপন কমিটির সদস্য সচিব ও যুন্ম মহা-সচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল আলতাফ হোসেন চৌধুরী, আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কাজী রওনাকুল ইসলাম টিপু, ফিরোজুজ্জান মামুন, হাসান মামুন, হায়দার আলী লেলিন ও কর্নেল (অব.) শাহজাহান মিলন প্রমুখ।
সভায় আলোচনার মধ্যে দিয়ে সবাই এই মর্মে ঐকমত্যে পৌঁছায়—জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে স্বাধীনতা সুর্বণজয়ন্তী উদযাপনের উপলক্ষে জাতীয় কমিটি যে সমস্ত কর্মসূচি গ্রহণ করবে, তা বরিশাল বিভাগে সম্মিলিতভাবে বাস্তবায়ন করা হবে।