Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: আপাতত স্থগিত কলকাতা বইমেলা


২৭ ডিসেম্বর ২০২০ ২১:০৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ০৮:৪৫

অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে কলকাতা বইমেলা। খবর আনন্দবাজার পত্রিকা।

রোববার (২৭ ডিসেম্বর) কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, করোনা সংক্রমণের মুখে কিছু সময়ের জন্য তারা বইমেলা পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলার পরিবর্তিত তারিখ ঘোষণা করা হবে।

তিনি বলেন, ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন, জেনেভা প্রকাশিত বইমেলা ক্যালেন্ডার অনুসারে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবারের মেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ সরকার কলকাতা বইমেলায় শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে তা নির্ধারিত সময়ে করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, কোভিড-১৯ এর প্রকোপে পৃথিবীজুড়ে মার্চ থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের ওপর বিধিনিষেধ জারি রয়েছে। পশ্চিমবঙ্গের স্কুল-কলেজও বন্ধ। ইতোমধ্যেই অনেক ইউরোপীয় দেশ দ্বিতীয় দফার কঠোর লকডাউন ঘোষণা করেছে। আন্তর্জাতিক বইমেলার আয়োজক হিসেবে তারা খবর পেয়েছেন লন্ডন, আমেরিকা, প্যারিসের আন্তর্জাতিক বইমেলাগুলোও নির্ধারিত তারিখ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে।

তবে, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আশা করছে, কলকাতা বইমেলা ২০২১ সালের কোনো এক সময়ে আয়োজন করা যাবে।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত কলকাতা বইমেলা টপ নিউজ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর